মামলায় অব্যাহতি চেয়ে আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ইসহাকের পরিবারের
- অনলাইন প্রতিবেদক
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:১১, আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:২১
রাজধানীর শাহজাহানপুর থানায় দায়েরকৃত মামলায় আটক ব্যবসায়ী ইসহাক দুলালের অব্যাহতি ও জামিন চেয়ে আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
পরিবারের অভিযোগ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থাকার পরও ইসহাক দুলালকে টার্গেট করে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইসহাকের ছেলে ইমরান হোসেন হিমেল বলেন, ‘আমার বাবা ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তারপরও তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। এখনো জামিন মিলছে না।’
তিনি আরো বলেন, স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা হস্তক্ষেপ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কর্ণপাত করেনি।
ইসহাকের মেয়ে জামাই সালাউদ্দিন খন্দকার বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারাবন্দী থাকায় পরিবারে দুর্ভোগ নেমে এসেছে।’ তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ সময় পরিবারের পক্ষ থেকে শাহজাহানপুর থানায় ফ্যাসিবাদবিরোধী নতুন ওসি নিয়োগের দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইসহাকের বড় ভাই (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) বীর মুক্তিযোদ্ধা এম এ কদ্দুস, স্ত্রীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা