১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

জুলাই অভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের গেজেট প্রকাশ

গেজেটটিতে শহীদদের মেডিক্যাল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে - ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের গেজেট প্রকাশ করেছে সরকার।

বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শহীদদের তালিকা প্রকাশ করা হয়। ‌বুধবারই তা গেজেটে প্রকাশিত হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটটিতে শহীদদের মেডিক্যাল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারি এ গেজেট অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন ৮৩৪ জন। প্রত্যেকের নামের পাশে মেডিক্যাল কেস আইডি অন্তর্ভুক্ত করে তালিকা করা হয়েছে।

এ দিকে, শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দিতে শিগগিরই ‘জুলাই গণঅভ্যুত্থানের অধিদফতর’ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ৮৩৪ জন নিহতের পাশাপাশি এ অভ্যুত্থানে আহত হয়েছেন প্রায় ১৫ হাজার ছাত্র-জনতা। মূলত এই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা করতে এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে কাজ করবে নতুন অধিদফতর।

আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই গত ১৫ আগস্ট নিহত এবং আহতদের তালিকা তৈরি করতে একটি কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তীতে ২১ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানে ‘শহীদ’ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের গণঅভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল। সেই তালিকা যাচাই-বাছাই শেষে এবার জুলাই অভ্যুত্থানের শহীদদের নাম প্রকাশ করে প্রথম গেজেট হলো।

শহীদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে...


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনার ভারতীয় নাগরিকত্ব নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় অনূর্ধ্ব-১৫ লিগে ৬৫টি দল ভারত-পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ চুক্তি নবায়নে ১৪ মাসের জন্য কাবরেরা, ২ বছরের জন্য বাটলার ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৭ চট্টগ্রামের দাপুটে জয়, খুলনার টানা হার ‘বিগত ১৫ বছরের মতো জালিয়াতির নির্বাচন আর হবে না’ প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন নিত্যপণ্যে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে : অর্থ উপদেষ্টা গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে আলেম নির্যাতনের ইতিহাস অন্তর্ভুক্তির দাবি অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ

সকল