১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

ব্যবসায়ী ও সমাজসেবক ইসহাক দুলালের মুক্তির দাবি

- ছবি : নয়া দিগন্ত

চৌদ্দগ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইসহাক দুলালের মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসহাক দুলাল একজন সৎ ও সমাজসেবী ব্যক্তি। তিনি চাঁন্দিশকরা দোতলা মসজিদ এবং চাঁন্দিশকরা তালিমুল কুরআন মাদরাসার সভাপতি। এছাড়াও, তিনি হোসাইনিয়া দারুল উলুম চৌদ্দগ্রাম মাদরাসার সহ-সভাপতি ও আজীবন দাতা সদস্য। তিনি কখনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না।

তার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) এম এ কুদ্দুস বলেন, ‘আমার বড় ভাই সবসময় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে।’

ইসহাক দুলালের জামাতা সালাউদ্দিন খন্দকার জানান, গত ২২ ডিসেম্বর শাহজাদপুর থানায় মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে তাকে চৌদ্দগ্রাম ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হলেও তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন।

ইসহাক দুলালের ছেলে ইমরান হোসেন বলেন, ‘মামলাকারী সৈয়দ হাসান মাহমুদ তার বাবাকে চেনেন না। তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ীর প্ররোচনায় মামলাটি করেছেন বলে জানান।’

মানববন্ধনে বক্তারা ইসহাক দুলালের মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে আইনের প্রতি সবার আস্থা রক্ষার দাবি জানান।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে স্মারকলিপি প্রদান মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন ক্যান্সারে আক্রান্ত ৩০০ হাফেজের ওস্তাদকে বাঁচানো প্রয়োজন সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়ব ইনশাআল্লাহ বেলাবতে রিভলভারসহ মা-মেয়ে গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : বৈঠক শেষে যা বললেন আইন উপদেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী নিশি কারাগারে কমলনগরে ট্রাকচাপায় ব্র্যাককর্মী নিহত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৈঠক শেষে যা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন তামিম-সাব্বিরের উত্তপ্ত বাক্যবিনিময় ময়মনসিংহে মেডিক্যাল ভর্তির প্রশ্ন ফাঁসের প্রতারণার দায়ে কলেজছাত্র গ্রেফতার

সকল