এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও : মুশফিকুল ফজল আনসারী
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জানুয়ারি ২০২৫, ১৮:০৭, আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১৮:২৭
সম্প্রতি দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দিয়েছিলেন নানা শ্রেণি-পেশার মানুষ। ছিলেন সাংবাদিক ও বুদ্ধিজীবী সমাজও।
তবে অনেকটাই অপ্রত্যাশিতভাবে দেশের সাংবাদিকতার দিকপাল দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহানকে নিজ হাতে তুলে কেক খাইয়ে দেন প্রথিতযশা এই সাংবাদিক।
এছাড়া বিগত সরকারের নেপথ্য সঙ্গী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করতেও শোনা যায় তাকে। আকবর সোবাহানকে ‘অমায়িক ও অসাধারণ’ মানুষ হিসেবে বর্ণনা করেন শফিক রেহমান।
বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় চলছে ব্যাপক সমালোচনা। অন্যায়ের বিরুদ্ধে সর্বদা অবিচল থাকা সম্পাদক শফিক রেহমানের এমন আচরণে ক্ষুব্ধ অনেকেই। ফ্যাসিবাদী শাসনামলের অন্যতম পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সাথে হৃদ্যতাপূর্ণ এমন ছবি হতবাক করেছে শফিক রেহমানের ভক্ত ও অনুসারীদের।
এ বিষয়ে শুক্রবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সাবেক জাতিসঙ্ঘ ও হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিক ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি।
শুরুতেই নিজের অগ্রজ সাংবাদিক শফিক রেহমানকে সম্বোধন করে নেট দুনিয়ায় ভাইরাল ছবিটি সম্পর্কে বলেন, ‘এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও।’
বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ও সুশাসনের পক্ষে দীর্ঘদিন কাজ করে যাওয়া সাবেক এই সাংবাদিক এরপর লিখেন, ‘শফিক ভাই, আপনার যশ, খ্যাতি, আর বিত্ত-বৈভবের কোনো কমতি নেই। আনন্দ-বেদনার কতো গল্পই না আপনি অকপটে আমাদের সঙ্গে ভাগ করেছেন। আমি নিশ্চিত নই, কোন মতলববাজরা আপনার কাঁধে চড়ে এই নব্বই উর্ধ্ব বয়সে এমন লোভাতুর পথে আপনাকে ঠেলে দিল? হাজারো তাজা প্রাণকে বুলেটে ঝাঁঝরা করে দেয়ার প্ররোচনাকারীর নিকট এই সমর্পণ- বড্ড কষ্টের, শফিক ভাই!’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা