১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে ঘরে বসেই যাকাত দেয়া যাবে

- ছবি - ইন্টারনেট

যাকাত দেয়া সহজতর করায় অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে যাকাত প্রদান করার আহ্বান জানিয়েছে যাকাত বোর্ড। যাকাত অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজেই স্বল্প সময়ে ঘরে বসেই অনলাইনে যাকাত দেয়া যাবে। দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরাও এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে যাকাত দিতে পারবেন।

আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম। স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলিম নর-নারীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্তসাপেক্ষে তার ওপর যাকাত ফরজ হয়ে থাকে। পরিকল্পিতভাবে যাকাত প্রদান করলেই সমাজ, দেশ, জাতি, রাষ্ট্র ও বিশ্ব দারিদ্র্যমুক্ত হবে।

তাই, দেশের অভ্যন্তরে ও দেশের বাইরের সকল ব্যবসায়ী শিল্পপতি ও বিত্তবান মুসলিমকে দুঃস্ত ও অসহায় মুসলিমদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ ও দারিদ্র্য বিমোচনে অ্যাপ ব্যবহার করে যাকাত প্রদানের জন্য যাকাত বোর্ডের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ডের উদ্যোগে ‘যাকাত ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার’ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশ-এর দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। এই পদ্ধতিতে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকাত প্রদানের সাথে সাথে প্রদানকারী তাৎক্ষণিকভাবে তার রশিদ ও সার্টিফিকেট পাবেন।

যাকাত ফান্ড পরিচালনা পদ্ধতি ও নীতিমালা, যাকাত প্রদানের নিয়মাবলী, যাকাতের নিসাব, যাকাতের সংগ্রহ ও বন্টন নীতিমালা, যাকাত বন্টনের নির্ধারিত খাত, যাকাত গণনার নিয়মসহ যাকাত সম্পর্কিত যেকোনো তথ্য এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে জানা যাবে।

https://ezakat.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে এ সম্পর্কিত বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানকারীর অর্থ হবে সম্পূর্ণ আয়কর মুক্ত।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল