০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ইউটিউবে আসছে 'প্লে সামথিং' বাটন, যে সুবিধা পাওয়া যাবে

ইউটিউবে আসছে 'প্লে সামথিং' বাটন - ছবি : সংগৃহীত

শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করতে ইউটিউব সাধারণত ব্যবহারকারীদের সার্চ ফলাফল এবং ইতিহাস পর্যালোচনা করে নতুন বা পুরোনো ভিডিওগুলো প্রদর্শন করে থাকে। তবে কখনো কখনো ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় অনেকের। এ সমস্যা সমাধানে ‘প্লে সামথিং’ নামের নতুন বাটন আসছে ইউটিউবে।

এ বাটনটির ব্যাকগ্রাউন্ডটি কালো। সাদা টেক্সটে লেখা থাকে সেখানে। বাটন বারের ঠিক ওপরেই এটি দৃশ্যমান হচ্ছে। সেখানে ক্লিক করলে শর্টস প্লেয়ারে একটি যেকোনো ভিডিও শুরু হতে থাকে।

এ বাটন রেগুলার কনটেন্টও চালাতে পারবে। সেখানে লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার বাটনও থাকছে। স্ক্রিনের একেবারে ডানদিকে সেটা দেখা যাবে। তবে এ ফিচারটি কেবল মোবাইলের জন্য ভাবা হচ্ছে।

আপাতত সবই পরীক্ষার স্তরে রয়েছে। তবে জানা যাচ্ছে, ‘প্লে সামথিং’ বাটনটি শিগগিরি হয়তো আত্মপ্রকাশ করবে। আসলে গুগল শেষ মুহূর্তের তুলির টান দিয়ে আপাতত ফিচারটি খতিয়ে দেখছে। গত অক্টোবরেই ইউটিউব ঘোষণা করেছিল, নতুন নতুন অনেক কিছুই আসতে চলেছে। যার মধ্যে প্লে লিস্টের থাম্বনেল থেকে স্লিপ টাইমার কিংবা মিনি প্লেয়ারের নতুন ডিজাইন-অনেক কিছুই রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো এ বাটন।

সূত্র: ইন্ডিয়া টুডে


আরো সংবাদ



premium cement