০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

‘সংস্কৃতি চর্চায় প্রতিটি জেলায় কনজারভেটরি সেল তৈরি হবে’

সংবাদ সম্মেলনে শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ - ছবি : সংগৃহীত

সংস্কৃতি চর্চায় প্রতিটি জেলায় কনজারভেটরি সেল তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। তিনি বলেন, ঢাকার বাইরে একটা বড় জায়গায় হাউজিং ব্যবস্থা থাকবে, যেখানে নিয়মিত সংস্কৃতি চর্চা হবে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে ডিসেম্বর জুড়ে সারা দেশে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে নানা কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘সারা দেশে একযোগে জাতীয় যন্ত্রসংগীত উৎসব-২০২৪, কাওয়ালি সন্ধ্যা, গণঅভ্যুত্থানের গান, বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠান, নকশিকাঁথা তৈরি কর্মশালা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আলোকচিত্র প্রশিক্ষণ, সাপ্তাহিক বাহাস সিরিজ, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে।’

মহান বিজয় দিবস পালন, ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, অংশগ্রহণমূলক অ্যাকশন রিসার্চ ও প্র্যাকটিস এজ রিসার্চ-এর আলোকে জেলায় জেলায় শিল্পীদের জন্য গবেষণা বৃত্তি ঘোষণা ও প্রস্তাব আহ্বান, জাতীয় নাট্য কর্মশালা, ভাওয়াইয়া গানের অনুষ্ঠান, প্রাচ্যনাট-এর নাট্য প্রদর্শনী, লোকসাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন ওয়েব জার্নাল প্রকাশসহ বিভিন্ন কার্য়ক্রম তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

মহাপরিচালক বলেন, ‘শিল্পকলা অ্যাকাডেমি নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, বিদেশি কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এখানে গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আামদের কাজগুলো যেন সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement