১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আদালত থেকে ডাকাতি মামলার আসামি পলাতক, ২ পুলিশ সাময়িক বরখাস্ত

ঢাকার সিএমএম আদালত - ছবি - বিবিসি

কারাগারে পাঠানোর আদেশ শুনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে গেছে ডাকাতির মামলার এক আসামি। এই ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিএমএম আদালতের একটি এজলাস থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

পলাতক আরিফুল ইসলাম আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘এরই মধ্যে আসামি পলাতকের ঘটনায় রাজধানীর কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দু’জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

এছাড়া আদালত প্রাঙ্গনের নিরাপত্তা আরো জোরদার করা হবে বলেও জানান তারেক জুবায়ের।

তিনি আরো বলেন, পলাতক আসামি আরিফকে গ্রেফতারে অভিযান চলছে।

জানা গেছে, হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি আরিফকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আদেশের পরে এজলাস থেকে বের করার সময় পালিয়ে যায় আরিফ। তখন আসামির দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ এবং কাজল।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু নৌবাহিনীর জাহাজ ২১ নভেম্বর সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে যুদ্ধবিরোধী বিক্ষোভ আয়োজন করতে যাচ্ছে রাশিয়ার নির্বাসিত বিরোধী দল গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও পোশাককর্মী নিহত জীবননগরে বন্ধুর বউকে নিয়ে উধাও বিধ্বস্ত বাইত লাহিয়া, উদ্ধার করা যাচ্ছে না আহতদের ইসরাইলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর : সেনাবাহিনী স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অঙ্গীকার এনবিআর চেয়ারম্যানের জানুয়ারিতেই প্রাথমিকের সব শিক্ষার্থীরা বই পাবে : উপদেষ্টা বিধান ‘ভারতের সাথে সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, প্রভুর সাথে গোলামের নয়’

সকল