ঋণ সুবিধা মানুষের অধিকার : প্রধান উপদেষ্টা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৩
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জীবিকার সাথে সম্পর্কিত হওয়ায় ঋণ প্রাপ্তি একটি মৌলিক অধিকার। জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনের একটি সাইডলাইন ইভেন্টে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।
জলবায়ু সম্মেলনস্থলে বাংলাদেশের প্যাভিলিয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে ‘একটি বৈশ্বিক সংলাপ: ক্ষুদ্র কৃষকদের জন্য অর্থায়ন সুবিধা’ শীর্ষক এই ইভেন্টের আয়োজন করে।
সেখানে সারাবিশ্বে ক্ষুদ্র ঋণের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ইউনূস কৃষকদের জন্য ঋণের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘যদি একজন কৃষককে ঋণের সুযোগ দেয়া হয়, তবে তিনি অন্য কৃষকদের কাছ থেকে ফসল কিনে বিক্রি করতে পারবেন এবং এভাবে তার জীবনমানের উন্নতি হবে।’
‘কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করতে দেশ দেশে গ্রামীণ ব্যাংক মডেল অনুসরণ করে ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠন করা উচিত,’ তিনি যোগ করেন।
সূত্র : বাসস