১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া আর নেই

সাবেক নির্বাচন কমিশনার স. ম. জাকারিয়া - ছবি - ইন্টারনেট

সাবেক নির্বাচন কমিশনার স. ম. জাকারিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

স. ম. জাকারিয়ার বয়স হয়েছিল ৭৭ বছর। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

তিনি ২০০২ সালের ১ এপ্রিল থেকে ২০০৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে এবং ২০০৬ সালের ১৬ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুম স.ম. জাকারিয়ার মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

আজ মঙ্গলবার বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
‘দেশের মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যেতে হবে’ অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায়ন ৭ ব্যাংককে ৬৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক নির্বাচনই কি গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অর্থনৈতিক উন্নয়নে দুর্নীতি দমন এক নারী নেত্রীর খোঁজে আওয়ামী লীগ রাবির ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার ‘নাতি-নাতনি’ কোটা বাতিল বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা ২৮ অক্টোবর মানুষ হত্যার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল : রফিকুল ইসলাম কুমিল্লায় এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩১ জনের ‘বন্ধু রাষ্ট্রের সমালোচনা করা যাবে না, সংবিধানের বিষয়টি এখন উন্মুক্ত করা দরকার'

সকল