০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে আবু সাঈদের পরিবার

পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ - ছবি - ইন্টারনেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন।

আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, অধ্যাপক ইউনূসের সাথে দেখা করার জন্য আবু সাঈদের দুই ভাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছিলেন।

আবু সাঈদের ভাইয়েরা জানান, জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনে মুহাম্মদ ইউনুস যখন আবু সাঈদ ও অন্যান্যদের আত্মত্যাগের কথা তুলে ধরেছিলেন, তখন তারা কাঁদছিলেন।

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, ‘আমরা গর্বিত যে আপনি আবু সাঈদের বিপ্লবী ভূমিকা তুলে ধরেছেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার পর আমাদের গ্রামে এসে আমাদের সম্মানিত করেছেন।’

তারা জানান, নিহত আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলবেন। সেই ফাউন্ডেশন গরিবদের জন্য এবং জুলাই-আগস্টে আহত-নিহতদের সহায়তায় কাজ করবে।

সেইসাথে, তারা তাদের গ্রামে একটি মসজিদ ও মেডিক্যাল কলেজ নির্মাণ করতে চান। এজন্য তারা ইতোমধ্যে দু’টি মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছেন।

মুহাম্মদ ইউনূস তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ কখনো শহীদ আবু সাঈদকে ভুলবে না। তার আত্মত্যাগ গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পরদিনই (৯ আগস্ট) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের গ্রামের বাড়িতে তার মা-বাবার সাথে দেখা করতে গিয়েছিলেন এবং শহীদ আবু সাঈদের কবরেও শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement