০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

পিএসসির আরো ৪ সদস্যের শপথ গ্রহণ

পিএসসির নতুন চার সদস্য শপথ গ্রহণ করছেন। - ছবি : বাসস

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চার সদস্য শপথ গ্রহণ করেছেন।

বুধবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদেরকে শপথ পাঠ করান।

পিএসসির নতুন চার সদস্যরা হলেন মো: জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান এবং ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঁঞা।

এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

গত ৮ অক্টোবর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো: সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর দিন ৯ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। একইসাথে ওই দিন মো: সুজায়েত উল্লাহ, ড. মো: নাজমুল আমিন মজুমদার, ড. মো: আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদির পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান। পরে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহের পথে আফগানিস্তান দিনাজপুরে নদীতে গোসলে নেমে ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু ট্রাম্পের নির্বাচনী প্রতীকের পোশাকে কেন ভোট দিলেন বাইডনের স্ত্রী! দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না : পরিবেশ উপদেষ্টা ২০ বাংলাদেশীকে এখনো ছাড়েনি আরাকান আর্মি ‘পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম’ ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী স্ত্রীর সাথে অভিমানের জেরে স্বামীর আত্মহত্যা শাহজালালে ভেঙে পড়ল প্লেনের দরজা, তদন্ত কমিটি গঠন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিস্তল উদ্ধার ঈশ্বরগঞ্জে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শাহরিয়ারের নামে পাঠাগার

সকল