২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬
`

বঙ্গভবন ঘিরে নিরাপত্তা জোরদার

- ছবি - ইন্টারনেট

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে বঙ্গভবনের চারপাশে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। নতুন করে দেয়া হয়েছে কাঁটাতারের বেড়া।

আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো বঙ্গভবনের সামনে বিক্ষিপ্তভাবে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বঙ্গভবনের সামনের সড়কে কঠোর নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করা হয়েছে।

গত দুই দিন বিক্ষোভ চলাকালে উত্তেজনাকর পরিস্থিতি থাকায় বঙ্গভবন ঘিরে চার স্তরের ব্যারিকেড ছাড়াও তিন স্তরের কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement