১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

নেতানিয়াহুর কংগ্রেস ভাষণের বিরুদ্ধে ক্যাপিটল ভবনের চারপাশে বিক্ষোভ

নেতানিয়াহুর কংগ্রেস ভাষণের বিরুদ্ধে ক্যাপিটল ভবনের চারপাশে বিক্ষোভ - ছবি : সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার যখন যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন, তখন শত শত ফিলিস্তিনপন্থী, যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারী কংগ্রেস ভবন ক্যাপিটলের কাছে সমবেত হয়ে নেতানিয়াহু এবং গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের নিন্দা জানায়।

বিক্ষোভকারীদের অনেকে 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দিয়ে প্ল্যাকার্ড বহন করে যেখানে লেখা ছিল 'নেতানিয়াহুকে গ্রেফতার করো' এবং 'ইসরাইলের জন্য সকল সাহায্য বন্ধ করো।'

ক্যাপিটল যাবার সড়ক পেনসিলভানিয়া অ্যাভিনিউর দু’ধার দিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে যায়, যারা নেতানিয়াহুর গাড়ি বহর আটকানোর আশায় রাস্তায় বসে পড়েছিল।

ক্যাপিটল ঘিরে স্টিলের তৈরি উঁচু বেড়া স্থাপন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকজন বিক্ষোভকারী নেতানিয়াহুর একটি কুশপুত্তলিকা নিয়ে আসে, যার মাথায় সিং এবং মুখ থেকে কৃত্রিম রক্ত ঝরতে দেখা যাচ্ছিল।

কংগ্রেস অফিসে অবস্থান

এর আগে বার্তা সংস্থা এপি জানায়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র আগমনে দেশটির রাজধানীতে বিক্ষোভের ঝড় তুলেছে। কংগ্রেসের একটি অফিস ভবনে অবস্থান ধর্মঘট হলে সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়।

কিছু বিক্ষোভকারী ইসরাইলের নিন্দা করেছে। তবে অন্যরা ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে নেতানিয়াহুকে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে এবং জঙ্গি গোষ্ঠীর হাতে এখনো আটক জিম্মিদের ফিরিয়ে আনার জন্য চাপ দিয়েছে।

ক্যাপিটল পুলিশ জানায়, ক্যানন হাউস অফিস ভবনে অবস্থান ধর্মঘটের অভিযোগে মঙ্গলবার প্রায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। ইহুদি ভয়েস ফর পিস জানায়, আরো অনেকে গ্রেফতার হয়েছে, তাদের মধ্যে ইহুদি ধর্মযাজক বা র‍্যাবাই ছিলেন।

কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের আগে ওয়াশিংটন আরো বিক্ষোভের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেয়। বুধবার কর্মীরা হোয়াইট হাউসের চারপাশে একটি কালো ধাতব বেড়া তৈরি করে। পুলিশ ক্যাপিটলের চারপাশে নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে এবং সপ্তাহের বেশিভাগ সময় একাধিক রাস্তা বন্ধ করে রেখেছে।

বুধবার সকালে ক্যাপিটল ভবনের সামনে অর্থোডক্স ইহুদিরা রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়ায়। দূরে পুলিশের সাইরেন বাজলে বিক্ষোভকারীরা ‘বিশ্বব্যাপী ইহুদিরা ইসরায়েলি রক্তাক্ত বর্বরতার নিন্দা জানায়’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিন মুক্ত হোক) লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে। আরেকটি প্ল্যাকার্ডে নেতানিয়াহুকে গ্রেফতারের আহ্বান জানানো হয়।

নেতানিয়াহু ওয়াশিংটনে পৌঁছানোর পর সোমবার কয়েক ডজন বিক্ষোভকারী তার হোটেলের বাইরে সমাবেশ করে এবং মঙ্গলবার বিকেলে শত শত বিক্ষোভকারী ক্যানন ভবনে ফ্ল্যাশমব-স্টাইলে বিক্ষোভ প্রদর্শন করে। ক্যানন ভবনে হাউস সদস্যদের কার্যালয় রয়েছে।

ইহুদি ভয়েস ফর পিসের বিক্ষোভকারীরা 'নট ইন আওয়ার নেম' লেখা লাল টি-শার্ট পরে ভবনের রোটুন্ডা দখল করে নেয়, মেঝেতে বসে প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে এবং 'গাজাকে বাঁচতে দাও' বলে স্লোগান দেয়।

প্রায় আধা ঘণ্টা ধরে বিক্ষোভকারীরা হাততালি ও স্লোগান দেয়। এরপর ক্যাপিটল পুলিশের কর্মকর্তারা বেশ কয়েকবার সতর্কতা জারি করেন, এরপর বিক্ষোভকারীদের গ্রেফতার করতে শুরু করেন- তাদের হাত জিপ টাই দিয়ে বেঁধে একে একে সরিয়ে নিয়ে যান।
সূত্র : ভয়েস অব আমেরিকা

 


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল