পশ্চিমতীরে বসতি সম্প্রসারণে নিন্দা বিদায়ী ইসরাইলি জেনারেলের
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জুলাই ২০২৪, ১৫:১২
অধিকৃত পশ্চিমতীরে বসতি সম্প্রসারণে নিন্দা জানিয়েছেন বিদায়ী ইসরাইলি জেনারেল ইহুদা ফক্স। তিনি তার বিদায়ী অনুষ্ঠানে এই নিন্দা জানান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইহুদা ফক্স বলেন, পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা জাতীয়তাবাদী অপরাধ করছে। তারা সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনিদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। অথচ সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা ইসরাইলের জন্য কোনো হুমকিই নয়।
তিনি আরো বলেন, আমার দৃষ্টিতে জায়নিজম আর ইহুদি ধর্ম এক নয়। অন্তত আমি আমার বাবা-মা থেকে যে ধর্ম শিখেছি, তার সাথে জায়নিজমের কোনো মিল নেই। এটি তাওরাত নির্দেশিত ইহুদিবাদ নয়। বরং এর মাধ্যমে শত্রুদের পথ অবলম্বন করা হচ্ছে।
অক্টোবরে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিমতীরের ফিলিস্তিনি শহর ও গ্রামে অভিযান বাড়িয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গত অক্টোবর থেকে অন্তত ৫৫৩ ফিলিস্তিনি ইসরাইলি বাহিনী এবং ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের দ্বারা নিহত হয়েছে। এছাড়া ৯ হাজার ৫১০ জনকে আটক করা হয়েছে।
সূত্র : আল জাজিরা