ইসরাইল-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ জাহাজে হাউছিদের হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জুলাই ২০২৪, ২৩:১১
ইয়েমেনের হাউছি সম্প্রদায় সোমবার ঘোষণা করেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর, আরব সাগর, ভূমধ্যসাগর ও ভারত মহাসাগরে চারটি জাহাজ লক্ষ্য করে পৃথক সামরিক অভিযান চালিয়েছে।
এক বিবৃতিতে হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের যোদ্ধারা ক্রুজ মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরাইলের সাথে যুক্ত চারটি জাহাজকে লক্ষ্য করে আঘাত করেছে। তারা আরব সাগরে ইসরাইলি জাহাজ এমএসসি ইউনিফিক, লোহিত সাগরে আমেরিকান তেলের ট্যাঙ্কার ডেলোনিক্স, ভারত মহাসাগরে ব্রিটিশ ল্যান্ডিং জাহাজ অ্যানভিল পয়েন্ট এবং ভূমধ্য সাগরে লাকি নাবিক জাহাজে আক্রমণ করেছে।
হাউছিরা ইসরাইলের মালিকানাধীন, পতাকাবাহী, চালিত বা ইসরাইলি বন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে গাজার সাথে সংহতি প্রকাশ করে এমন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনের অভ্যন্তরে হাউছি সাইটগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক বিমান হামলা শুরু করার সাথে সাথে সম্প্রদায়টি ঘোষণা করেছে, তারা সকল আমেরিকান এবং ব্রিটিশ জাহাজকে সামরিক লক্ষ্যবস্তু বিবেচনা করবে।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা