০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ জিলহজ ১৪৪৫
`

মার্কিন গাজা প্রস্তাবে ‘নতুন কিছু নেই’ : হামাস

মার্কিন গাজা প্রস্তাবে ‘নতুন কিছু নেই’ : হামাস - সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের দেয়া গাজা প্রস্তাবে ‘নতুন কিছু নেই’।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামাসের এক সিনিয়র কর্মকর্তা বৈরুতে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তির বিষয়ে ইসরাইলের সাথে চুক্তির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

ওই কর্মকর্তা আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন গত মাসে একটি পরিকল্পনা উপস্থাপণ করেন। যেখানে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহার এবং ইসরাইলে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে কিছু পণবন্দী মুক্তিসহ ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির কথা ছিল।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসের মতে, তিনটি সূত্র বলেছে যে- ওয়াশিংটন প্রস্তাবিত চুক্তির অংশগুলোর জন্য একটি ‘নতুন ভাষা’ উপস্থাপন করেছে।

এর প্রেক্ষিতে শনিবার ওসামা হামদান নামে লেবাননে অবস্থিত হামাসের ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে- তারা ২৪ জুন সর্বশেষ প্রস্তাব পেয়েছে, তবে এতে ‘নতুন কিছু নেই’।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বলতে পারি- ইসরাইলি আগ্রাসন থামাতে এখন পর্যন্ত আলোচনায় প্রকৃতপক্ষে কোনো অগ্রগতি নেই।’

মূলত, বাইডেনের উপস্থাপিত পরিকল্পনাটি এখনো পর্যন্ত চুক্তিতে পরিণত হতে ব্যর্থ হয়েছে। কারণ উভয় পক্ষই তাদের দাবিতে অটল রয়েছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার মাধ্যমে গাজার যুদ্ধ শুরু হয়। ইসরাইলের দেয়া তথ্য অনুযায়ী, এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের প্রতিশোধমূলক পাল্টা হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৩৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
ভুটান যাওয়া পিছিয়েছে বাংলাদেশ দলের সিনিয়র কমান্ডার নিহত ‍: ইসরাইলে হিজবুল্লাহর ২ শতাধিক রকেট হামলা লড়াইটা রোনালদো-এমবাপ্পেরও সরকারি কর্মচারী (আচারণ) বিধিমালা সংশোধন করা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব কুমারখালীতে ২ ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকে ৬০ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধ প্রাইভেট কার নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ৪ এডিস মশার লার্ভা পাওয়ায় স্কয়ার হাসপাতালসহ ৯ স্থাপনাকে জরিমানা গাজা যুদ্ধবিরতি আলোচনায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল প্রত্যয় স্কিম : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন এটি বাস্তবায়নের বিরোধিতা করছেন ‘২০২৩-২৪ অর্থবছরে রাকাব ২ কোটি ৯৮ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে’ এলডিসি-পরবর্তী যুগের জন্য বাংলাদেশের প্রস্তুতি দেখে উৎসাহিত : এডিবি ভাইস প্রেসিডেন্ট

সকল