ইসরাইলের আগ্রাসনে গাজায় নিহত ৪০
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জুন ২০২৪, ১১:১২
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি।
রোববার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, শনিবার ইসরাইলি হামলায় আরো ৪০ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ৩৭ হাজার ৮৩৪-এ পৌঁছেছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে হামাস-ইসরাইল সংঘাতের প্রাদুর্ভাবের পর থেকে ৮৬ হাজার ৮৫৮ ফিলিস্তিনি আহত হয়েছেন।
উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার মাধ্যমে গাজার যুদ্ধ শুরু হয়। ইসরাইলের দেয়া তথ্য অনুযায়ী, এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।
হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের প্রতিশোধমূলক পাল্টা হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৩৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি।
সূত্র : আনাদোলু
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা