‘কাতার ছাড়তে হামাসকে চাপ দেয়নি দোহা’
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জুন ২০২৪, ১৮:০৪
কাতার ছাড়তে হামাসকে চাপ দেয়নি দোহা। মঙ্গলবার (২৬ জুন) জেরুসালেম পোস্টকে কাতারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।
সূত্রটি জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত তিন পর্যায়ের বন্দীবিনিময় চুক্তি মানার জন্য হামাসকে চাপ দিয়েছে কাতার। এরই পরিপ্রেক্ষিতে দোহার পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তিতে রাজি না হলে কাতার ছেড়ে যেতে হবে। কিন্তু নানা গণমাধ্যমে প্রচারিত ওই সংবাদকে প্রত্যাখ্যান করেন কাতারের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে এ ধরনের কোনো চাপ দেয়া হয়নি।
সূত্রটি আরো জানায়, কাতার ও মিসর চলমান গাজা যুদ্ধ প্রধান মধ্যস্থতাকারী দেশ। তাদের প্রচেষ্টায় গত নভেম্বরেই একটি বন্দীবিনিময় চুক্তি সম্ভব হয়েছিল। তখন ইসরাইলি ১০৫ বন্দীকে মুক্তি দেয়া হয়। তারা এখন বাকি ১২০ বন্দীকে মুক্ত করার জন্য একটি চুক্তির জন্য চাপ দিচ্ছে।
সূত্র : জেরুসালেম পোস্ট