নেতানিয়াহু অস্ত্র সরবরাহ নিয়ে 'আশাবাদী', গাজা নিয়ে আলোচনার জন্য গালান্ট ওয়াশিংটনে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুন ২০২৪, ০১:২৯
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, তিনি বিশ্বাস করেন গাজায় হামাস বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত ইসরাইলি বাহিনীর কাছে অস্ত্র চালানের গতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ শিগগিরই সমাধান করা হবে।
তিনি মন্ত্রিসভার একটি বৈঠকে বলেন, ‘প্রায় চার মাস আগে, যুক্তরাষ্ট্র থেকে ইসরাযইলে আসা অস্ত্র সরবরাহের পরিমাণ নাটকীয়ভাবে হ্রাস পায়। আমরা সব ধরনের ব্যাখ্যা পেয়েছি, কিন্তু... মৌলিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।’
তিনি বলেন, ‘গত দিন আমি যা শুনেছি তার আলোকে, আমি আশা করি এবং বিশ্বাস করি যে- অদূর ভবিষ্যতে এই সমস্যার সমাধান হবে।’
অস্ত্র সরবরাহের বিষয়ে নেতানিয়াহুর সর্বশেষ মন্তব্য এমন সময়ে এসেছে যখন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ট যুদ্ধের বিষয়ে আলোচনার জন্য ওয়াশিংটন সফরে গেছেন।
প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের কার্যালয় বলে, তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে ‘এ অঞ্চলে ইসরাইলের গুণগত অগ্রগতি বজায় রাখার’ বিষয়ে আলোচনা করবেন কিন্তু অস্ত্রের বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি।
গাজা আর লেবানন নিয়ে আলোচনা
গাজা যুদ্ধের পরবর্তী অধ্যায় এবং লেবানন সীমান্তে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে আলোচনার জন্য ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গালান্ট রোববার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন। লেবানন সীমান্তে হিজবুলালহ’র সাথে গোলা বিনিময়ের ঘটনা বড় যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে।
আট মাস আগে গাজায় যুদ্ধ শুরু হবার পর থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরাইলের সাথে গুলি বিনিময় করছে। লেবানিজ গোষ্ঠী বলছে, গাজায় যুদ্ধ বিরতি না হওয়া পর্যন্ত তারা থামবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো-বাইডেন গাজায় অব্যাহত ইসরাইলি হামলার বিষয়ে উদ্বেগের কারণে মে মাস থেকে কিছু ভারী বোমা সরবরাহ করতে বিলম্ব করেন। কিন্তু, অন্যান্য চালানগুলোও এতে প্রভাবিত হয়েছে বলে নেতানিয়াহু যে অভিযোগ করেছেন, বাইডেন প্রশাসন গত সপ্তাহে তা অস্বীকার করে।
বাইডেন যখন দ্বিতীয়বার চার বছরের মেয়াদে পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তখন তিনি ইসরাইল-হামাস সংঘাত নিয়ে বিরোধপূর্ণ রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে।
প্রগতিশীল ডেমোক্র্যাটরা তাকে ইসরাইলের প্রতি কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন। বাইডেন নেতানিয়াহুকে গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে পূর্ণাঙ্গ হামলার বিরুদ্ধে সতর্ক করেন। কিন্তু, রাফাতে ইসরাইলি অভিযানের ক্রমশ বিস্তার কোন লাল রেখা বা সীমা অতিক্রম করেছে, এমন ধারনা বাইডেন প্রশাসন এড়িয়ে গেছে।
বিরোধীদলীয় রিপাবলিকান সমালোচকরা বলেন, বাইডেন মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ মিত্রের প্রতি সমর্থন কমিয়ে দিয়েছেন।
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা