৮ ইসরাইলি সৈন্য নিহত : যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার নেতানিয়াহুর
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জুন ২০২৪, ০৭:৩২
এক দিনে আট ইসরাইলি সৈন্য নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার দিয়েছেন। শনিবারের হামাসের ওই আক্রমণটি ইসরাইলের জন্য বিরাট ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার সকালে রাফায় এই ঘটনা ঘটে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক তদ্তে দেখা গেছে যে আটজন সৈন্যবাহী একটি কমব্যাট ইঞ্জিনিয়ার গাড়িকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়া হয়েছে। ওই গাড়ির কেউ প্রাণে রক্ষা পায়নি।
হামাস অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি করেছে কিনা তাও ইসরাইলিরা খতিয়ে দেখছে। তবে প্রাথমিক খবরে মনে হচ্ছে যে গাড়িটির নিচে বিস্ফোরক ছিল কিংবা সেখানে বিস্ফোরক রাখা হয়েছিল। সম্ভবত কোনো হামাস যোদ্ধা তা করেছিল।
যাই হোক, ইসরাইলি সেনাবাহিন বলছে, এটা ছিল একটি হামলা। আর হামাসও নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা ওই হামলা চালিয়েছে।
জানুয়ারির পর এটি ছিল ইসরাইলি বাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা। জানুয়ারিতে গাজায় এক দিনে ২১ ইসরাইলি সৈন্য নিহত হয়েছিল। হামাসের হামলায় দুটি ভবনে অবস্থানরত ওই ইসরাইলি সৈন্যরা নিহত হয়।
এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধে এবং আজ [শনিবার] ভয়াবহ ক্ষতি সত্ত্বেও সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ অবশ্যই অব্যাহত থাকবে।
প্রায় ৯ মাস ধরে যুদ্ধ চলছে। কিন্তু গত অক্টোবরে ইসরাইল যে লক্ষ্য নির্ধারণ করেছিল, এখনো তা বাস্তবায়িত হয়নি। এখনো গাজায় ১২০-এর বেশি ইসরাইলি বন্দী রয়ে গেছে। আর গাজায় এ পর্যন্ত অন্তত ৩০৮ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।
এদিকে আট সৈন্য নিহত হওয়ার পর ইসরাইল বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে। তারা বেশ কয়েকটি বাড়ি উড়িয়ে দিয়েছে। এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র : আল জাজিরা এবং অন্যান্য