বাড়ল আলজাজিরার ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার মেয়াদ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জুন ২০২৪, ২১:০০
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা নিউজের ওপর ইসরাইলের বিতর্কিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়ানোর অনুমতি দিয়েছে দেশটির একটি আদালত।
বৃহস্পতিবার ইসরাইলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির অনুরোধে দেশটিতে আলজাজিরার সম্প্রচার নিষিদ্ধ করার আদেশের মেয়াদ ৯ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত ৪৫ দিন বাড়িয়েছে তেল আবিব জেলা আদালত।
এর আগে গত মে মাসে ৩৫ দিনের জন্য প্রথম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এমনকি আলজাজিরার জেরুসালেম অফিসে অভিযান চালিয়েছিল ইসরাইলি কর্তৃপক্ষ।
আদালত বলেছেন, “আলজাজিরাকে ‘অপপ্রচার চালানো ও গোয়েন্দা হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে হামাস।”
গত এপ্রিলে ইসরাইলি পার্লামেন্ট নেসেটে একটি যুদ্ধকালীন আইন পাস হয়, যেখানে বলা হয় জাতীয় নিরাপত্তার স্বার্থে ‘ক্ষতিকর’ বিদেশী সংবাদ সংস্থাগুলোকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে সরকার। আইনটি সরকারকে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারির অনুমতি দেয় এবং পরবর্তীতে একটি নতুন ৪৫ দিনের নিষেধাজ্ঞা জারি করার সুযোগ থাকে, যা অনির্দিষ্টকালের জন্য চালু রাখা যায়।
সূত্র : সিনহুয়া/ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা