লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ৪
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জুন ২০২৪, ১৫:৫১
ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গ্রুপ জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় মঙ্গলবার তাদের সিনিয়র এক কমান্ডার নিহত হয়েছেন। লেবাননের সামরিক বাহিনীর এক সূত্র জানিয়েছে, নয় মাসের এই সঙ্ঘাতে নিহত হিজবুল্লাহ সদস্যদের মধ্যে সামি আবদাল্লাহই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ্য সামরিক নেতা।
সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইল-লেবানন সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত জৌআইইয়া শহরের এই হামলায় আরো তিন জন নিহত হয়েছেন।
বুধবার বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছে।
নিহত কমান্ডারের নাম সামি আবদাল্লাহ (৫৫)। তিনি আবু তালেব নামেও পরিচিত।
পরবর্তীতে হিজবুল্লাহ অপর এক সদস্য নিহতের তথ্য ঘোষণা করে। দ্বিতীয় এই যোদ্ধার নাম মোহাম্মাদ হুসেন সাবরা। তিনি বাকের নামেও পরিচিত।
নয় মাস আগে ইসরাইলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক, নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই সঙ্ঘাত শুরুর পর ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করে লেবানন-ইসরাইল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে সঙ্ঘাতের মাত্রা বেড়েছে। প্রায় প্রতিদিনই সীমান্তের দু’পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে।
মঙ্গলবারের এই হামলার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইসরাইলের দাবি, মঙ্গলবার সকালে হিজবুল্লাহ গোলান মালভূমিতে অন্তত ৫০টি রকেট হামলা চালানোর পর তারা এই পাল্টা হামলা চালায়।
গত নয় মাসে লেবাননে ৪৬৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত ৯০ জন বেসামরিক ব্যক্তি ও ৩০৪ জন হিজবুল্লাহর যোদ্ধা।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৫ ইসরাইলি সেনা সদস্য ও ১১ বেসামরিক ব্যক্তি এসব হামলায় নিহত হয়েছেন।
সঙ্ঘাত এড়াতে দু’দেশের সীমান্তবর্তী এলাকার হাজারো মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। গত সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবানন সীমান্তে ‘ভয়াবহ মাত্রার সামরিক অভিযান’ চালাতে ইসরাইল প্রস্তুত এবং তিনি ‘যেভাবেই হোক না কেন, উত্তর সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনবেন।’
সূত্র : বাসস