১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সৌ‌দি-মা‌র্কিন প্রতিরক্ষা চু‌ক্তি : শর্ত ফি‌লি‌স্তিন

অ্যান্টনি ব্লিঙ্কেন ও মোহাম্মদ বিন সালমান - ছবি : সংগৃহীত

সৌদি আরবের সাথে একটি চুক্তি নিয়ে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা মার্কিন বাহিনীকে একটি চুক্তির অংশ হিসেবে উপসাগরীয় দেশকে রক্ষা করতে সহায়তা করবে, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক বজায় থাকবে।

রোববার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালে এ কথা জানিয়েছেন মার্কিন ও সৌদি কর্মকর্তারা।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিটি মধ্যপ্রাচ্যের ইসলামিক প্রতিবেশীদের মধ্যে বৃহত্তর গ্রহণযোগ্যতার দিকে একটি পথ। তবে এটি একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে যাবে।

চুক্তিটির নাম দেয়া হয়েছে ‘কৌশলগত জোট চুক্তি’ এবং এটি পাস করতে সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন হবে।

সম্পর্ক স্বাভাবিক করার ক্রমবর্ধমান ইচ্ছা থাকা সত্ত্বেও চুক্তিটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের অবসানের জন্য ইসরাইলের প্রতিশ্রুতির ওপর নির্ভর করে।

এটি পাস হলে মার্কিন স্বার্থ এবং আঞ্চলিক অংশীদারদের সুরক্ষার জন্য সৌদি ভূখণ্ড এবং আকাশসীমায় ওয়াশিংটনের প্রবেশ সক্ষম হবে।
সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement