হামাসের সাথে লড়াইয়ে আরো ৪ ইসরাইলি সৈন্য নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুন ২০২৪, ১৩:০৫
গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে লড়াই করতে গিয়ে আরো চার সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সোমবার ৪ সেনা সদস্য ‘দক্ষিণ গাজায় লড়াইয়ে নিহত হয়েছে’ তবে তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত বলা হয়নি।
ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, রাফাহ শহরের শাবোরা এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তারা নিহত হয়েছে।
এনিয়ে ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরাইলি সামরিক বাহিনীর সর্বশেষ নিহতের সংখ্যা ২৯৮ জনে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৭ হাজার ১২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা