মধ্য গাজায় নতুন করে ইসরাইলের সামরিক অভিযান শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জুন ২০২৪, ১১:২৮, আপডেট: ০৬ জুন ২০২৪, ১৫:৩৫
ইসরাইলি সামরিক বাহিনী বুরেজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল এবং মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের ওপর ‘অপারেশনাল নিয়ন্ত্রণ’ শুরু করেছে। এ অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
বুধবার সকালে সামরিক বাহিনী বলেছে, বিমান হামলাসহ সৈন্যরা অভিযান শুরু করেছে।
সেখানকার বাসিন্দারা তীব্র বোমাবর্ষণের কথা জানিয়েছে। দাতব্য সংস্থা মেডেসিনস সানস ফ্রন্টিয়েরস জানায়, মঙ্গলবার থেকে অন্তত ৭০ জনের লাশ স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। যাদের বেশিভাগ নারী ও শিশু।
মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের দোহা এবং কায়রোতে কিভাবে একটি নতুন যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি চুক্তি চূড়ান্ত করতে হবে তা নিয়ে আলোচনা করার সময় এ হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মূল আউটলাইন করা এবং ইসরাইলি প্রস্তাব হিসেবে বর্ণিত প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।
কাতার বলেছে, তারা পরিকল্পনাটি হামাসের প্রতিনিধিদের কাছে পৌঁছে দিয়েছে।
একই সাথে কাতার উল্লেখ করেছে, তারা এখনো ইসরাইলি সরকারের কাছ থেকে একটি স্পষ্ট অবস্থানের জন্য অপেক্ষা করছে।
হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ বুধবার বলেন, যুদ্ধের অবসান এবং গাজা থেকে ইসরাইলের সম্পূর্ণ প্রত্যাহারের ওপর ভিত্তি করে একটি প্রস্তাবের সাথে তারা ‘গুরুত্ব সহকারে ও ইতিবাচকভাবে’ মোকাবেলা করবে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা