সংরক্ষিত সংখ্যা বাড়ানোর সাথে উত্তর গাজার অভিযানের সম্পর্ক নেই : আইডিএফ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২৪, ২০:০২
সংরক্ষিত সংখ্যা বাড়ানোর সাথে উত্তর গাজার অভিযানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)। বুধবার (৫ জুন) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ বলেছে, সম্প্রতি ইসরাইলের সংরক্ষিত সেনার সংখ্যা তিন লাখ থেকে সাড়ে তিন লাখে উন্নীত করা হয়েছে। এর সাথে উত্তর গাজার অভিযানের সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে এটি বাড়ানোর কারণ হলো, রাফা অভিযানে প্রাথমিক পরিকল্পনার চেয়ে বেশি সেনা নেয়া হয়েছে।
এদিকে গাজা স্ট্রিপে যুদ্ধের জন্য আইডিএফ মোট দুই লাখ ৮৭ হাজার সংরক্ষিত সেনা কাজে লাগিয়েছে। তাদের অনেককে ইতোমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এটি ইসরাইলের ইতিহাসে সংরক্ষিতদের সর্বকালের বৃহত্তম কল-আপ হিসাবে চিহ্নিত।
ক্যাপটি প্রাথমিকভাবে ৩ লাখ নির্ধারণ করা হয়েছিল। যুদ্ধের প্রথম সপ্তাহে ৩ লাখ ৬০ হাজারে উন্নীত করা হয়। তারপরে এটি আবার ৩ লাখে নামিয়ে আনা হয়েছিল। এখন আবার সাড়ে ৩ লাখে উন্নীত করা হচ্ছে।
সূত্র : টাইমস অফ ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা