বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে উভয়সংকটে নেতানিয়াহু
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জুন ২০২৪, ১৮:৪৬
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে রাজি না হওয়ায় নিজের দেশেই চাপের মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
একদিকে ইসরাইলের জগণের দাবি, সরকার যেন বাইডেনের প্রস্তাব মেনে নেয়, অন্যদিকে এ দাবি মানলে সরকার পতনের হুমকি দিয়েছেন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের ডানপন্থী নেতারা।
শনিবার (১ জুন) বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, নিজেদের দীর্ঘমেয়াদী শর্তগুলো পূরণ হওয়ার আগেই ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে- এমন ভাবার কোনো সুযোগ নেই।
প্রধানমন্ত্রীর এমন বিবৃতির পর শনিবার রাতেই হামাসের হাতে পণবন্দীদের পরিবারগুলোর নেতৃত্বে ইসরাইলের রাস্তায় বিশাল একটি বিক্ষোভ মিছিল নামে। বিক্ষোভে তারা সরকারকে বাইডেনের দাবি মেনে নিয়ে জিম্মিদের অবিলম্বে মুক্ত করার আহ্বান জানান।
হামাস ও ইসরাইল দুই পক্ষকেই চাপ দিয়ে যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার বলেছে, প্রস্তাবিত চুক্তিটি ‘স্থায়ী যুদ্ধবিরতি ও সংকট অবসানের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করে।’ এটি ইসরাইলি পণবন্দী ও গাজার বাসিন্দা উভয় পক্ষকেই দুর্ভোগ থেকে রেহাই দেবে।
তবে সরকারের প্রাথমিক সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তা পরিবর্তন না করতে অনেকটাই হুমকি দিয়েছেন ইসরাইল সরকারের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-জিভিয়ার। তারা বলেছেন, বাইডেনের ওই দাবি মেনে নিলে জোট সরকার ভেঙে দেয়া হবে।
এই পরিস্থিতিতে নির্বাচনের আগে উভয়সংকটে পড়েছেন নেতানিয়াহু। (গাজা) যুদ্ধের ব্যাপারে নেতানিয়াহুর সিদ্ধান্ত পরিবর্তন ভোটের আগে দেশটির জাতীয় নিরাপত্তার ব্যর্থতা হিসেবে উপস্থাপিত হতে পারে। আর তিনি যদি ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদচ্যুত হন, তাহলে দুর্নীতের অভিযোগে এ বিষয়ে দীর্ঘমেয়াদী বিচারের সম্মুখীন হতে পারেন।
শনিবার বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধের অবসানের জন্য ইসরাইলের শর্তগুলোতে পরিবর্তন আসেনি। হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা, সকল পণবন্দীর মুক্তি এবং গাজা ইসরাইলের জন্য আর যাতে হুমকি না হয়ে ওঠে, তা নিশ্চিত করার আগ পর্যন্ত যুদ্ধ চলবে।’
তিনি বলেন, স্থায়ী যুদ্ধবিরতির আগে এই শর্তগুলো পূরণে জোর দেয়া অব্যাহত রাখবে ইসরাইল। শর্তগুলো পূরণ হওয়ার আগেই ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে- এমন ভাবার কোনো সুযোগ নেই।
এর আগে, শুক্রবার ইসরাইলি বন্দিদের মুক্তির বিনিময়ে গাজায় তিন ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করেন বাইডেন। এ প্রস্তাবে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে গাজার শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
সূত্র : এপি/ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা