১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

লেবানন থেকে ইসরাইলে ২০টি রকেট নিক্ষেপ

লেবানন থেকে ইসরাইলে ২০টি রকেট নিক্ষেপ - সংগৃহীত

দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরাইলের উচ্চ গ্যালিলি এলাকায় প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রকেট নিক্ষেপের কারণে ইসরাইলের ডোভেভ এবং মানারা এলাকায় বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা শনাক্ত করা হয়েছে। তবে এতে কোনো নিহত বা আহত হয়নি বলেও জানানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে- তারা লেবানন থেকে নিক্ষেপ করা রকেটের উৎসগুলোতে আঘাত করেছে।

সামরিক বাহিনী যোগ করেছে, ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের সোয়ানেহ এবং রামিয়েহ এলাকায় বেশ কয়েকটি ‘হিজবুল্লাহ সামরিক কাঠামো’, ইয়ারুন এলাকায় ‘হিজবুল্লাহ সন্ত্রাসী অবকাঠামো’ এবং হানাইন এলাকায় ‘হিজবুল্লাহ সন্ত্রাসীদের’ আঘাত করেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৫ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। তাদের মধ্যে অন্তত ১৫ হাজার শিশু রয়েছে।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement