ফিলিস্তিনে দূতাবাস খোলার নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ মে ২০২৪, ২১:১৬
ফিলিস্তিনের রামাল্লাহতে তার দেশের দূতাবাস খোলার নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তু মুলিলো বুধবার সাংবাদিকদের এ কথা জানান।
মুরিলো বলেন, ‘প্রেসিডেন্ট পেত্রো রামাল্লাহতে কলম্বিয়ার দূতাবাস খোলার নির্দেশ দিয়েছেন। এখন এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।’
মুরিলো আরো বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কলম্বিয়া যে উদ্যোগ নিয়েছে, আমরা মনে করি আরো অনেক বেশি দেশ তাতে সমর্থন দেবে।’
এ মাসের শুরুর দিকেই প্রেসিডেন্ট পেত্রো গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তেল আবিব থেকে তাদের সকল কূটনীতিককে প্রত্যাহার করে নেন। দূতাবাস বন্ধ করে দেয়া হয় ৩ মে।
রামাল্লাহ হলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ শাসিত পশ্চিমতীরের রাজধানী শহর।
পেত্রো ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠিন সমালোচনা করেছেন এবং গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা মামলার যুক্ত হওয়ার আবেদন করেছেন।
গত ১০ মে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের জাতিসঙ্ঘের পূর্ণ সদস্য হওয়ার আবেদনে অভূতপূর্ব সাড়া দিয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার ভোটে বিজয়ী হয়েছে ফিলিস্তিন।
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে আসছে ইসরাইল। এতে ৩৬ হাজারের কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা