ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৬২ ফিলিস্তিনি নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ মে ২০২৪, ২১:০১
ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ১৩৮ জন আহত হয়েছে। বুধবার (২২ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৫ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। তাদের মধ্যে অন্তত ১৫ হাজার শুরু রয়েছে।
সূত্রটি জানিয়েছে, এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩৮ জন আহত হয়েছে। তাদের নিয়ে আহতের সংখ্যা ৭৯ হাজার ৯৯০ জনে উপনীত হয়েছে।
খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিমতীরে ৫১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৪ হাজার ৯৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রটি জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে অন্তত ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া আরো ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা