১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্রেফতারি পরোয়ানা : নেতানিয়াহুর পক্ষ নিলেন বাইডেন

গ্রেফতারি পরোয়ানা : নেতানিয়াহুর পক্ষ নিলেন বাইডেন - ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) প্রধান প্রসিকিউটর সোমবার বলেছেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ওই দেশের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, এবং গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারসহ তিন হামাস কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চান।

নেতানিয়াহু এবং অন্য ইসরাইলি নেতারা ঘোষণাকে লজ্জাকর এবং ইহুদি-বিদ্বেষী বলে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনও প্রসিকিউটরের নিন্দা করেন এবং ইসরাইলের আত্মরক্ষার অধিকার সমর্থন করেন।

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান এক বিবৃতিতে বলেন, তার দফতর বিশ্বাস করে, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও গ্যালান্ট 'ফৌজদারি দায় বহন করেন।' সেই সাথে যুদ্ধের পদ্ধতি হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হামলা পরিচালনা করার দায়ও রয়েছে তাদের।

খান বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখার কমান্ডার মোহম্মদ দিউফ ইব্রাহিম আল-মাসরি ও হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াও সমানভাবে দায়ী।

তিনজন বিচারকের একটি প্যানেল সিদ্ধান্ত নেবে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা, যার ফলে মামলা এগিয়ে যেতে পারবে। সাধারণত, বিচারকরা এরকম সিদ্ধান্ত নিতে মাস দুয়েক সময় নেন।

নেতানিয়াহু আর বাইডেনের প্রত্যাখ্যান

নেতানিয়াহু তার বিরুদ্ধে প্রসিকিউটরের অভিযোগকে একটি ‘অপমান’ এবং ইসরাইলি সামরিক বাহিনী ও সমগ্র ইসরাইলের ওপর আক্রমণ বলে বর্ণনা করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, হামাসের সন্ত্রাসী আক্রমণ এবং দক্ষিণ ইসরাইলে বেসামরিক লোক অপহরণ আর গাজায় ইসরাইলি সামরিক কার্যক্রমকে এক কাতারে ফেলে আইসিসি প্রসিকিউটরের সিদ্ধান্তর নিন্দা জানান।

সোমবার এক বিবৃতিতে বাইডেন বলেন, ইসরাইলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আইসিসি প্রসিকিউটরের আবেদন 'চরম আপত্তিকর।'

“আমি পরিষ্কার বলতে চাই : এই প্রসিকিউটর যাই ইঙ্গিত করুক না কেন, ইসরাইল এবং হামাসের মধ্যে কোনো সমানতা নেই, একদম নেই, প্রেসিডেন্ট বাইডেন বলেন।

এই ‘সমানতার’ প্রতিবাদ করে হামাসও বিবৃতি দিয়েছে। হামাসের তিনজন নেতার গ্রেফতারি পরোয়ানা চেয়ে আইসিসি প্রসিকিউটরের ঘোষণাকে গাজার এই সশস্ত্র গ্রুপ নিন্দা করেছে।

হামাস করিম খানের বিরুদ্ধে 'জল্লাদের সাথে তার শিকারের তুলনা' করার অভিযোগ আনে। সোমবার এক বিবৃতিতে হামাস বলে, ইসরাইলি দখলদারিত্ব প্রতিরোধ করার অধিকার তাদের আছে, যার মধ্যে 'সশস্ত্র প্রতিরোধের' অধিকারও আছে।

ইসরাইলের প্রেসিডেন্ট আইসাক হারজগ আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের ঘোষণাকে 'চূড়ান্তভাবে আপত্তিকর' বলে বর্ণনা করে বলেন, 'আন্তর্জাতিক বিচার ব্যবস্থা কতটা ধংসের মুখে, এই ঘোষণা সেটাই দেখাচ্ছে।'

সামাজিক মাধ্যম এক্স-এ হেরযগ লেখেন যে, 'ইসরাইলের একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, যারা আন্তর্জাতিক আইনের নিয়ম মেনে তার নাগরিকদের রক্ষা করার দায়িত্ব পালন করছে, তার সাথে নৃশংস সন্ত্রাসীদের সমান্তরাল ভাবে দেখা একদম আপত্তিকর এবং এটা কারও কাছেই গ্রহণযোগ্য হবে না।'

হিউম্যান রাইটস ওয়াচের সাধুবাদ

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রেহাম আইসিসির সিদ্ধান্তর নিন্দা করেন। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লেখেন, 'গ্রেফতারি পরোয়ানা চেয়ে প্রসিকিউটরের আবেদনটাই ঐতিহাসিক পর্যায়ের একটি অপরাধ যা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে।' গ্রেহাম আরও বলেন, ৭ অক্টোবর হামাসের “ঘৃণাযোগ্য হত্যাযজ্ঞের পর ইসরাইল বিশ্বের আধুনিক ইতিহাসের ন্যায্য যুদ্ধগুলির একটিতে লড়াই করছে।'

তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর আন্তর্জাতিক বিচার শাখার অ্যাসোসিয়েট ডিরেক্টর বালকিস জারাহ খানের ঘোষণাকে স্বাগত জানান।

'যারা সাম্প্রতিক মাসগুলোয় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদের ন্যায় বিচারের দরজা প্রসিকিউটরের নীতি-ভিত্তিক এই প্রথম পদক্ষেপের ফলে খুলে যাবে,' জারাহ সোমবার এক বিবৃতিতে বলেন।

নেতানিয়াহু এবং গ্যাল্যান্টের যদিও সহসা গ্রেফতার হবার সম্ভাবনা নেই, আইসিসির ঘোষণা হচ্ছে প্রতীকী আঘাত,যার ফলে গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলের বিচ্ছিন্নতা আরো গভীর হবে।

ইসরাইল এই আদালতের সদস্য নয়। অর্থাৎ, গ্রেফতারি পরোয়ানা জারি হলেও নেতানিয়াহু আর গ্যাল্যান্ট এই মুহূর্তে মামলার ঝুঁকিতে নেই। তবে গ্রেফতারের আশঙ্কা ইসরাইলি নেতাদের পক্ষে বিদেশ সফর কঠিন করে দিতে পারে।

সিনওয়ার এবং মোহাম্মদ দিউফ দুজনেই গাজায় আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হয়। কিন্তু ইসমাইল হানিয়াহ, হামাসের শীর্ষ নেতা, কাতারে থাকেন এবং প্রায়ই অঞ্চলের বিভিন্ন দেশে যান। ইসরাইলের মতো কাতারও আইসিসির সদস্য না।

অনাহার নিয়ে করিম খানের অভিযোগ

করিম খান তার বিবৃতিতে ইসরাইলের বিরুদ্ধে অ নাহারকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ আনেন।

'আমার দফতর জানিয়েছে যে, যুদ্ধের পদ্ধতি হিসেবে অনাহারকে ব্যবহার করার একটা সাধারণ পরিকল্পনার অংশ হিসেবে এই কার্যকলাপ চালানো হয়েছে এবং হামাসকে নির্মূল করার পন্থা হিসেবে ও হামাস কর্তৃক অপহৃত পণবন্দীদের প্রত্যাবর্তনকে নিশ্চিত করতে গাজার বেসামরিক নাগরিকদের উপর নানা সহিংস পদক্ষেপ নেয়া হয়েছে,' তিনি বলেন।

'গাজার বেসামরিক জনগণকে সমষ্টিগতভাবে শাস্তি দেওয়া হয়েছে। এদের তারা ইসরায়েলের জন্য হুমকি বলে মনে করেছে,' করিম খান বলেন।

করিম খান বলেছেন, হামাসের কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা, যুদ্ধাপরাধ হিসেবে পণবন্দী করা, ধর্ষণ, অন্যান্য যৌন নিগ্রহ ও অত্যাচারের অভিযোগ রয়েছে।

'আমার দফতরের মত হল, এই ব্যক্তিরা ২০২৩ সালের ৭ অক্টোবরের অপরাধের পরিকল্পনা করেছিল, প্ররোচনা দিয়েছিল। অপহরণের পর ব্যক্তিগতভাবে পণবন্দীদের পরিদর্শনসহ নিজেদের ক্রিয়াকলাপের মাধ্যমে তারা ওইসব অপরাধের জন্য নিজেদের দায় স্বীকার করেছে,' খান বলেন। 'আমরা বলছি, এইসব অপরাধ তাদের কর্মকাণ্ড ছাড়া সংঘটিত হতে পারত না।'

সুলিভানের সাথে বৈঠক

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গে সাক্ষাৎ করে গ্যালান্ট সোমবার বলেন, দক্ষিণ গাজার রাফা শহরে স্থল অভিযান আরো প্রসারিত করতে ইসরাল অঙ্গীকারবদ্ধ।

গ্যালান্ট আরো বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থানকে সুদৃঢ় করার নানা পন্থা নিয়ে তিনি ও সুলিভান আলোচনা করেছেন।

গাজায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির ঝুঁকি হ্রাস করতে হামাসের বিরুদ্ধে আরো সুনির্দিষ্ট সামরিক অভিযান নিয়ে আলোচনা করতে সুলিভান রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল