নুসিরাতে ইসরাইলি হামলায় ২০ জন নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ মে ২০২৪, ১৭:০২
গাজা উপত্যকার একটি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ফিলিস্তিনের মধ্যাঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরের একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় ২০ জন নিহত হয়েছে।
আল-আকসা মর্টিয়ার্স হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, ‘গাজার মধ্যাঞ্চলে আল-নুসিরাত শরণার্থী শিবিরে হাসান পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইল বিমান হামলার পর আমরা ২০ জনের লাশ পেয়েছি।’
এ ঘটনায় আহত অবস্থায় আরো বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় ভোর ৩টার দিকে সেখানে এ বিমান হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা খবরটি যাচাই করছে।
ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানায়, আহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর আটকে পড়া নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
মে মাসের শুরুর দিকে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরকে কেন্দ্র করে সামরিক অভিযান শুরু করার পর থেকে নুসরাত শিবিরে যুদ্ধ এবং ইসরাইলি বোমা হামলার খবর পাওয়া গেছে।
গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শিবিরেও গত কয়েকদিন ধরেই ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, সেখানে আরো কয়েকটি ঘরবাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
সূত্র : বাসস