১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ইউরোপিয়ান হাসপাতাল জ্বালানি সঙ্কটে ‘বন্ধ’

গাজায় ইউরোপিয়ান হাসপাতাল জ্বালানি সঙ্কটে ‘বন্ধ’ - সংগৃহীত

গাজা উপত্যকার ইউরোপিয়ান হাসপাতালে জ্বালানি সঙ্কটে দেখা দিয়েছে। এ কারণে হাসপাতালটি সব ধরনের চিকিৎসা কার্যক্রমের বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওয়াফা নিউজ এজেন্সি মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাফাহর কাছে ইউরোপীয় হাসপাতালের বিদ্যুৎ জেনারেটরগুলো জ্বালানির ঘাটতির কারণে বন্ধ হয়ে গেছে। এ কারণে হাসপাতালটি ‘পরিষেবার বাইরে’ রয়েছে।

এতে আরো বলা হয়, এই জ্বালানি ঘাটতি দক্ষিণ গাজার মেডিক্যাল কমপ্লেক্সের ‘অভ্যন্তরে শত শত আহত ও অসুস্থ মানুষের জীবন হুমকির মুখে ফেলেছে’।

গতকাল ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ইসরাইলের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়া, জ্বালানি ও সাহায্য প্রবেশে বাধা দেয়ার কারণে গাজায় সৃষ্ট ‘মানবিক অবস্থার অবনতি’ সম্পর্কে সতর্ক করেছিল।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনো হামাসের কাছে ১২৮ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement