গাজায় নজরদারির জন্য ২০০ গোয়েন্দা মিশন যুক্তরাজ্যের
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ মে ২০২৪, ২২:২৪
গাজার বিভিন্ন অবস্থান সম্পর্কে ইসরাইলকে বিস্তারিত তথ্য দিতে অঞ্চলটির আকাশে অন্তত ২০০ গোয়েন্দা নজরদারি মিশন চালিয়েছে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স। এক হাজার ঘণ্টারও বেশি ধরে গোয়েন্দা নজরদারি চালিয়েছে বিমানগুলো। বুধবার ব্রিটিশ অনুসন্ধানী সংবাদমাধ্যম ডিক্ল্যাসিফাইড ইউকের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
ডিক্ল্যাসিফাইড ইউকের বরাত দিয়ে লেবাননি সংবাদমাধ্যম আল-মায়েদিন জানিয়েছে, ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার কয়েক দিন পর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত এই নজরদারি চালিয়েছে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। ডিক্ল্যাসিফাইড ইউকের অনুসন্ধানে উঠে এসেছে, সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি আরএএফ আক্রোতিরি থেকে অন্তত ২০০ ফ্লাইট গাজার আকাশে ১ হাজার ঘণ্টার বেশি নজরদারি ফুটেজ সংগ্রহ করেছে।
সংবাদমাধ্যমটি বলছে, ব্রিটিশ বাহিনীর এই প্রচেষ্টা মূলত গাজার বিষয়ে যথেষ্ট নজরদারি প্রচেষ্টাকেই ইঙ্গিত করে। এতে আরো বলা হয়েছে, প্রাথমিকভাবে এসব ফ্লাইটকে গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের উদ্ধারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সহায়তা করা উদ্দেশ্যে পরিচালিত করা হয়েছে বলে উল্লেখ করা হলেও, পরে এসব তথ্য ইসরাইলি বাহিনী সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে বলেও সন্দেহ করা হয়।
গাজায় ত্রাণকর্মীদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় তিন ব্রিটিশ নাগরিক নিহত হওয়ার পর এই সন্দেহ আরো ঘনীভূত হয়। ইসরাইলি বাহিনী যখন এ হামলা চালায় তখন রয়্যাল এয়ারফোর্সের একটি নজরদারি ফ্লাইট গাজার আকাশে ছিল। এ বিষয়ে তদন্তের ক্রমবর্ধমান দাবি থাকলেও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি এড়িয়ে গিয়ে নজরদারির পরিমাণ আরও বাড়িয়েছে।
ডিক্ল্যাসিফাইড ইউকের অনুসন্ধানে আরো উঠে এসেছে, ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স তাদের নজরদারি বিমান শ্যাডো আর-১ ব্যবহার করে এই নজরদারি চালিয়েছে। এই বিমানগুলো রয়্যাল এয়ারফোর্সের ১৪ নম্বর স্কোয়াড্রন এই বিমানগুলো পরিচালনা করে। প্রতিবেদন অনুসারে, এই বিমানগুলো কোনো অজ্ঞাত কারণে ইতালিও গিয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা