১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় সাহায্য সরবরাহে কেরাম শালোম সীমান্ত খুলে দিয়েছে ইসরাইল

গাজায় সাহায্য সরবরাহে কেরাম শালোম সীমান্ত খুলে দিয়েছে ইসরাইল - সংগৃহীত

ইসরাইল বুধবার গাজায় মানবিক সহায়তা সরবরাহে কেরাম শালোম সীমান্ত ক্রসিং পুনরায় চালু করেছে। হামাসের রকেট হামলায় চার সেনা সদস্য নিহত হওয়ায় এটি বন্ধ করার চার দিন পর তা ফের খুলে দেয়া হলো।

ফিলিস্তিনের বেসামরিক বিষয় দেখভাল করা প্রতিরক্ষা মন্ত্রণালয় সংস্থা সিওজিএটির সাথে এক যৌথ বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের দান করা খাদ্য, খাবার পানি, আশ্রয়ের সরঞ্জাম, ওষুধ এবং চিকিৎসা সামগ্রীসহ মানবিক সাহায্য বহনকারী ট্রাকগুলো মিসর থেকে ইতোমধ্যেই ক্রসিংয়ে পৌঁছেছে।’

বিবৃতিতে ইসরাইল আরো জানিয়েছে, পরিদর্শন শেষে এসব সাহায্য গাজায় স্থানান্তর করা হবে।

এতে বলা হয়, ইসরাইল ও উত্তর গাজার মধ্যে ইরেজ সীমান্ত ক্রসিং ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সরবরাহে জন্যও উন্মুক্ত রয়েছে।

রোববার হামাসের রকেট হামলায় চার সেনা সদস্য নিহত ও আরো বেশ কয়েকজন আহত হওয়ার পর কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দেয়া হয়।

মঙ্গলবার ইসরাইলি বাহিনী গাজা ও মিসরের মধ্যে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নেয়। এ নগরীর পূর্বাঞ্চলে আগ্রাসন শুরু করার পর তারা সেটি দখল করে।

এর আগে, দুটি ক্রসিং বন্ধ করে দেয়ায় জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্র উভয়ই ইসরাইলের নিন্দা করে। ইসরাইলের এমন পদক্ষেপ ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদেরকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেয়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement