০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ইসরাইলের ভেতরে হামাসের রকেট হামলা, ৩ সৈন্য নিহত, আহত ১১

কারেম শালোমের কাছে হামাসের রকেট হামলায় নিহত তিন সৈন্য - ছবি : সংগৃহীত

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পরিচালিত এক হামলায় তিন ইসরাইলি সৈন্য নিহত এবং আরো ১১ জন আহত হয়েছে। রোববার ইসরাইরের ভেতরে এই হামলা চালানো হয়। হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।

নিহত ইসরাইলি সৈন্যরা হলেন স্টাফ সার্জেন্ট রোবেন মার্ক মরডেচাই অ্যাসোলিন, ১৯; স্টাফ সার্জেন্ট ইদো তেস্টা, ১৯; স্টাফ সার্জেন্ট তাল শাভিত, ২১।

এই তিনজনের মৃত্যুর ফলে গাজায় ইসরাইলি হামলা শুরুর পর মোট ইসরাইলি নিহত সৈন্যের সংখ্যা দাঁড়াল ২৬৬-এ।

হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, ক্রসিং এবং এর আশপাশে জড়ো হওয়া ইসরাইলি বাহিনীকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

পরে প্রকাশিত ভিডিওতে কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা ইসরাইলি সামরিক 'কমান্ড সদরদফতর এবং সৈন্য সমাবেশ কেন্দ্রে হামলা চালিয়েছে। এতে কয়েকজন সৈন্য নিহত এবং আহত হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ গাজার রাফা এলাকা থেকে হামাস ১০টির বেশি রকেট নিক্ষেপ করে।

হামাস জানিয়েছে, তারা সীমান্তে কারেম শালোম সম্প্রদায়ের কাছে সমবেত ইসরাইলি সৈন্যদের ওপর স্বল্প পাল্লার রকেট নিক্ষেপ করেছে।

যেখানে সৈন্যরা সমবেত হয়েছিল, তার আশপাশেই বেশিভাগ রকেট আঘাত হানে। এসব সৈন্য রাফায় হামলার জন্য ইসরাইলি বাহিনীর আনা সামরিক সরঞ্জাম পাহারার দায়িত্বে ছিল।

ইসরাইলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন কাজ করেনি, তা নিয়ে ইসরাইলের সামরিক বাহিনী অনুসন্ধান করছে।

তবে হামলার সময় সাইরেন শোনা গেছে।
ইসরাইলি বাহিনী জানিয়েছে, হামলার পর তারা কারেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর মতে, রকেট হামলাটি হয়েছে মিসর সীমান্তের রাফা ক্রসিং এলাকার কাছাকাছি থেকে। স্থানটি একটি বেসামরিক আশ্রয়কেন্দ্র থেকে প্রায় ৩৫০ মিটার দূরে অবস্থিত।

হামাসের হামলার পর ইসরাইলি বাহিনী রাফায় আরো আক্রমণ করে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল রাফার একটি বাড়িতে বিমান হামলা চালায়। এতে সাত ব্যক্তি নিহত হয়।

মধ্যরাতের ঠিক আগ দিয়ে আরেকটি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল, জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল