‘গাজা এখন মৃত্যু আর ভূতের শহর’
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ এপ্রিল ২০২৪, ১৫:০৭, আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ১৫:১২
ইসরাইলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা এজন্য দুঃখ প্রকাশ করে গাজায় জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজা মৃত্যু আর ভূতের শহরে পরিণত হয়েছে।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউএনআরডব্লিউএ প্রধান বলেছেন, গাজা শহর এক বছরেরও কম সময়ের ব্যবধানে ‘বিপর্যয়কর ও ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে।
তিনি বলেন, যেটি একসময় ‘উপকূলের একটি প্রাণবন্ত শহর’ ছিল, যেখানে মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপন করত তা এখন ‘মৃত্যু আর ভূতের শহর’।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক আদালতের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরাইল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় কমপক্ষে ৩৪ হাজার ৪৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরো প্রায় ৭৭ হাজার ৫৭৫ জন।
গাজার উপর ইসরাইলি এ আগ্রাসনের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কটের মধ্যে ভূখণ্ডের প্রায় ৮৫ শতাংশ জনসংখ্যাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। জাতিসঙ্ঘের মতে, এ হামলায় ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
সূত্র : আল-জাজিরা