গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয়
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ এপ্রিল ২০২৪, ১৪:২৯
গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয়। এতে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক ব্যয় ২০০ বিলিয়নের কোটা স্পর্শ করেছে।
সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) প্রকাশিত এক নতুন প্রতিবেদন অনুসারে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যয় গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উপনীত হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ৭ অক্টোবরের আগে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক ব্যয় ছিল ১ দশমিক ৮ বিলিয়ন। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে সেটা বেড়ে হয় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এখন সেটা ২৭ দশমিক ৫ ডলারে পৌঁছেছে। অর্থাৎ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় ২০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর পাল্টা আক্রমণ করে ইসরাইল। এতে ৩৪ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
সূত্র : মিডল ইস্ট আই