নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান ঋষি সুনাকের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ এপ্রিল ২০২৪, ২০:৩১
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বুধবার (১৭ এপ্রিল) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনকলে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার উল্লেখযোগ্য বৃদ্ধি কারো জন্যই ভালো নয়। এটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতাকে আরো গভীরে নিয়ে যাবে। জয়ের জন্য মাথা ঠান্ডা রাখার সময় এখন।’
ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র দুই নেতার কথা বলার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে নেতানিয়াহু ইসরাইলকে সমর্থন করার জন্য সুনাককে ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র : টাইমস অফ ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা