জি সেভেন নেতাদের সাথে বৈঠকে বসবেন বাইডেন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ এপ্রিল ২০২৪, ১০:১৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের হামলার সমন্বিত কূটনৈতিক জবাব দিতে রোববার জি সেভেন নেতাদের নিয়ে আলোচনা করবেন।
ইসরাইলি নেতাদের সাথে তার টিমের সদস্যরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও তিনি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় হামলা না হলেও তারা পুরো সতর্ক থাকবে বলে দেশটি জানায়।
বাইডেন বলেন, ‘আমাদের জনগণকে রক্ষায় আমরা কোনোরকম দ্বিধা করব না।’
ইসরাইলে ইরানের হামলাটি প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী হয়েছিল বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। ইরানি হামলা প্রশমিত হওয়ার পরপরই রোববার ভোররাতে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড তাদের নাগরিকদের শেল্টার থেকে বের হয়ে আসার অনুরোধ করে। এতে বোঝা যাচ্ছে যে ইসরাইলিরা মনে করছে, ইরানি হামলা শেষ হয়ে গেছে। ইরানও ইতোমধ্যে ঘোষণা করেছে, ১ এপ্রিল দামেস্কে তাদের কনস্যুলেটে হামলার বদলা নেয়া হয়ে গেছে। ইসরাইল আর কিছু না করলে তারা এখানেই থেমে যাবে।
শনিবার মধ্যরাতের দিক থেকে রোববার ভোররাত পর্যন্ত ইসরাইলে ইরানি হামলা চলে বলে কর্মকর্তারা জানান।
সূত্র : বিবিসি