১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলের আক্রমণের ‘উত্তর দেয়া হবে’ : কুদস দিবসে সতর্কতা ইরানের

ইসরাইলের আক্রমণের ‘উত্তর দেয়া হবে’ : কুদস দিবসে সতর্কতা ইরানের - ছবি : আল-জাজিরা

সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরাইলি হামলার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ। এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে শুক্রবার ইরানজুড়ে সমাবেশের সাথে আল-কুদস দিবস পালিত হয়েছে।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দামেস্কে ইসরাইলি বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছে, যার মধ্যে সাতজন আইআরজিসি সদস্য রয়েছে। তাদের মধ্যে রয়েছে সিরিয়া এবং লেবাননে কর্পস কুদস ফোর্সের নেতৃত্ব দেয়া দুই জেনারেল।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক সমাবেশে ‘আল-আকসার ঝড়’ সফল অভিযান এবং গাজা আক্রমণের লক্ষ্য অর্জনে এখন পর্যন্ত ইসরাইলের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, আল্লাহ ত ‘আলার ইচ্ছায় এবারের বিশ্ব কুদস দিবস ইরানি জাতির উৎসাহ উদ্দীপনা এবং এ দিবসের প্রতিবাদ সমাবেশ ও বিভিন্ন কর্মসূচিতে স্বাধীনতাকামী মুসলিম জাতিগুলোর উপস্থিতি ইসরাইল বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ ও জাগরণের দিবসে পরিণত হবে।

এ দিবসে ইরানের সর্বোচ্চ নেতা ইরানে ইসলামি বিপ্লব এবং একটি ইসলামি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাকে সমগ্র মুসলিম বিশ্বের জন্য বিরাট সুযোগ ও নেয়ামত হিসাবে উল্লেখ করেছেন।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement