১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তিন দশক ধরে পথচারীদের ইফতার করান এই বৃদ্ধ

আবদুল আজিজ আল-কুলাইব - ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাস শেষের দিকে। এ মাসকে ঘিরে মুসলিম ঐতিহ্যে রয়েছে নানা আয়োজন। এ সময় রোজাদারদের জন্য অনেকে ইফতার আয়োজন করে থাকেন। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলেও রয়েছে ইফতার আয়োজনের দীর্ঘ ঐতিহ্য।

ঠিক এমনি এক ব্যক্তি হলেন আবদুল আজিজ আল-কুলাইব। তিন দশকের বেশি সময় ধরে পথচারীদের জন্য ইফতার আয়োজন করছেন প্রবীণ এই ব্যক্তি। শুধু তাই নয়; বরং দীর্ঘ এই সময়ে তিনি পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের সাথে কখনো ইফতার করেননি। সম্প্রতি সৌদি টিভি আল-ইখবারিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে এ কথা জানান তিনি।

আল-কুলাইব জানান, ৩৮ বছর আগে সৌদি আরবের পূর্ব প্রদেশের জুবাইল শহরে রমজান মাসে গণ-ইফতারের আয়োজন শুরু করেন। তখন ছিল ১৪০৭ হিজরি সাল। সেই সময় থেকে আজ অবধি তিনি তার সন্তানদের সাথে ইফতার করতে পারেননি। অবশ্য এমন সামাজিক কাজ বাস্তবায়নে যারা তাকে সাহায্য করেছেন তিনি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে দীর্ঘদিন যাবত্ পরিবারের সাথে ইফতার করতে না পারলেও সন্তানদের মধ্যে নেই কোনো আক্ষেপ; বরং পরিবারের সব সদস্য ইফতারের খাবার তৈরিতে আনন্দের সাথে বাবাকে সাহায্য করেন। তাছাড়া নিজ বাড়িতে ১৮ বছর ধরে উন্মুক্ত ইফতারের আয়োজন করছেন ইবরাহিম আল-তুর্কি।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া টিভিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানান। আল-তুর্কি সৌদি আরবের আল-কাসিম প্রদেশের উনাইজা শহরের বাড়িতে এই আয়োজন করে থাকেন। শুধু তাই নয়, ইফতারের খাবার পরিবেশনে তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ যথার্থভাবে অনুসরণ করেন।

এতে অংশ নেয়া অতিথিদের নানা রকম খাবার দেয়া হয়। এ আয়োজনে কারো কাছ থেকে তিনি কোনো অর্থ গ্রহণ করেন না; বরং পুরো ব্যয়ভার তার পরিবার বহন করে।

সূত্র : গালফ নিউজ

 

 

 


আরো সংবাদ



premium cement