পশ্চিমতীরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ইরান : ফাতাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ এপ্রিল ২০২৪, ২১:২৪
পশ্চিমতীরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ইরান বলে অভিযোগ করেছে ভূখণ্ডটির প্রধান ফিলিস্তিনি উপদল ফাতাহ। বুধবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরাইল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী ফাতাহ আন্দোলন বলেছে, তারা বাইরে থেকে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করবে, যার সাথে ফিলিস্তিনি উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই।
দলটি বলেছে, ‘আমাদের পবিত্র উদ্দেশ্য এবং আমাদের জনগণের রক্তকে শোষণ করার অনুমতি ফাতাহ দেবে না’।
তারা আরো বলেছে, নিরাপত্তা বাহিনী বা জাতীয় প্রতিষ্ঠানের ক্ষতি করার লক্ষ্যে বাইরে থেকে কোনো হস্তক্ষেপ করা হলে তার বিরুদ্ধে কাজ করবে ফাতাহ।
সূত্র : টাইমস অফ ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা