১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলের সাথে সমন্বয় করে গাজায় বাহিনী পাঠিয়েছে ফাতাহ, অভিযোগ হামাসের

- ছবি : রয়টার্স

উত্তর গাজায় ইসরাইলের সাথে সমন্বয় করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাতাহ নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ওই বাহিনীর ছয় সদস্যকে গ্রেফতারেরও দাবি করেছে তারা।

গাজার হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অভিযোগ করে। তবে তাদের এই অভিযোগ অস্বীকার করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের এক কর্মকর্তা।

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ত্রাণের ট্রাকের আড়ালে উত্তর গাজায় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের পাঠিয়েছে।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা আল-আকসা টিভিকে বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ বাহিনীটির মিশন তত্ত্বাবধানে ছিলেন।

তিনি আরো বলেন, ওই বাহিনীতে ছয় সদস্য ছিলেন। তারা মিসরের সাথে রাফাহ ক্রসিং দিয়ে আসা ত্রাণবাহী ট্রাকগুলোকে এসকর্ট করেছিল। তাদের গ্রেফতার করা হয়েছিল। পুলিশ বাহিনী অন্য সকল সদস্যকে গ্রেফতারের চেষ্টা করছে।

হামাস কর্মকর্তা আরো বলেন, ‘সন্দেহভাজন নিরাপত্তা বাহিনী ইসরাইলি বাহিনীর সাথে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে সমন্বয় করেছিল।’ তবে তিনি তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।

ইসরাইল-অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, ‘গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের বিষয়ে তথাকথিত হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ভুল।’

তিনি বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ এখন হামাসের এসব ভুল বিবৃতির উত্তর দিতে আগ্রহী নয়। কারণ, এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় আমাদের জনগণের দুর্ভোগ এবং তারা যে হত্যা, অনাহার এবং বাস্তুচ্যুতিতে আছে, তার থেকে মনোযোগ সরে যাবে।

হামাসের আল-আকসা টিভি তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছে, পুলিশ অফিসার এবং উগ্রবাদী গোষ্ঠীর যোদ্ধাদের নির্দেশ দেয়া হয়েছিল, কোনো বাহিনী তাদের সাথে সমন্বয় ছাড়াই যদি গাজায় প্রবেশ করে, তাহলে তাদের সাথে যেন ‘দখলকারী বাহিনী’ হিসেবে আচরণ করা হয়।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement
আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি

সকল