ফের ইরাক থেকে ইসরাইলে ড্রোন হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ এপ্রিল ২০২৪, ১৬:৫৬
ফের ইরাকের দিক থেকে ইসরাইলে ড্রোন হামলা করা হয়েছে। সোমবার ইসরাইলের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরাকের দিক থেকে ইসরাইলের ইলাত নগরীতে এক ড্রোন উৎক্ষেপন করা হয়েছে। এতে একটি ভবনের সামান্য ক্ষতি হয়েছে। কিন্তু এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
সেনাবাহিনী আরো জানিয়েছে, সৈন্যরা একটি সন্দেহজনক বায়বীয় লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে। সেটি পূর্ব দিক থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করেছে।
তবে কোন বিল্ডিংটি আঘাত করা হয়েছে বা সেটাকে আটকানোর কোনো চেষ্টা করা হয়েছে কিনা, ওই বিষয়ে সেনাবাহিনী কিছু জানায়নি।
ইসরাইল হায়োমের অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে উচ্চস্বরের গর্জন শোনা গেছে। আরেকটি ভিডিওতে রেড সি রিসর্ট শহরের একটি নৌ ঘাঁটির কাছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অন্যান্য ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে যে শহরের একটি ভবনের পেছনে ধোঁয়া উড়ছে।
লেবাননের স্বশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর টেলিগ্রামে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের হামলার পরপরই তেহরান সমর্থিত শিয়া গোষ্ঠীগুলোর একটি কনসোর্টিয়াম ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে।
গত নভেম্বরে সিরিয়া উৎক্ষেপিত একটি ড্রোন ইলাতের একটি স্কুলে আঘাত হানতে সক্ষম হয়েছিল। সেটায় ইয়েমেনে ইরান-সমর্থিত হাউছি বিদ্রোহীরা বেশ কয়েকবার লক্ষ্যবস্তু করেছে।
উল্লেখ্য, প্রথমবারের মতো ইসরাইলের গোলান মালভূমিতে আত্মঘাতী ড্রোন হামলা হয়েছে। ইরানপন্থী মিলিশিয়ারা এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। বুধবার এই হামলা হয়।
সূত্র : টাইমস অফ ইসরাইল