১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ার একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮

সিরিয়ার একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮ - সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কিপন্থী বাহিনী নিয়ন্ত্রিত নগরীর একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণে আটজন নিহত ও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা।

মানবাধিকার-বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, প্রাথমিক তথ্যে আলেপ্পো প্রদেশের আজাজের একটি জনপ্রিয় বাজারের মাঝখানে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং ২৩ জন আহত হয়েছে।

ব্রিটেন-ভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থা জানায়, বিস্ফোরণের কারণে সেখানে আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। সিরিয়ার অভ্যন্তরে সংস্থাটির বিভিন্ন সূত্রের একটি নেটওয়ার্ক রয়েছে।

তারা আরো জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

২০১১ সালে সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ দমনের পর সিরিয়ার যুদ্ধ শুরু হয় এবং তা একটি মারাত্মক সংঘাতে পরিণত হয় যা জিহাদি এবং বিদেশী সেনাবাহিনীকে টেনে আনে।

এ যুদ্ধে পাঁচ লাখ সাত হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। এতে দেশের অবকাঠামো ও শিল্প কারখানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement