৭ অক্টোবরের পর পশ্চিমতীরের ২৭ হাজার ডেকেয়ার ভূমি জব্দ করেছে ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মার্চ ২০২৪, ১৩:৫৪
চলমান যুদ্ধে পশ্চিমতীরের ২৭ হাজার ডেকেয়ার ভূমি জব্দ করেছে ইসরাইল। শনিবার (৩০ মার্চ) ফিলিস্তিনের সরকারী সংস্থা সিডব্লিউআরসি এই তথ্য জানিয়েছে।
ইসরাইলের পরিমাপ নীতি অনুসারে এক ডেকেয়ার হলো ০.২৪৭১ একর ভূমি।
আনাদুলু এজেন্সি জানিয়েছে, চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল পশ্চিমতীরের প্রায় ২৭ হাজার ডেকেয়ার ভূমি দখল করেছে। সেখানে থাকা ২৫টি ফিলিস্তিনি সম্প্রদায়কে চলে যেতে তারা বাধ্য করেছে। ওই সম্প্রদায়ের লোকজন গত কয়েক দশক ধরে সেখানে বাস করছে।
ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন সিডব্লিউআরসির প্রধান মোয়াইয়া শাবান বলেছেন, দখলদার ইসরাইল পশ্চিমতীরের অন্তত ২৭ হাজার ডেকেয়ার ভূমি জব্দ করেছে। এর মধ্য দিয়ে তারা গাজার প্রতি থাকা ক্রোধের খেদ মিটিয়েছে।
তিনি আরো বলেন, ফিলিস্তিনি ভূমির ২৩ হাজার ৮০ বর্গ কিলোমিটর এলাকা দখলে নিয়েছে ইসরাইল। এর মধ্য দিয়ে তারা পশ্চিমতীরের প্রায় ৪২ শতাংশ ভূমি নিজেদের দখলে নিয়ে নিয়েছে।
শাবান বলেন, ইসরাইল ইতোমধ্যেই একাধিক সামরিক আদেশের মাধ্যমে পশ্চিমতীরে বসতি স্থাপনের পাশাপাশি বাফার জোন স্থাপন শুরু করেছে।
এ সময় তিনি আরো বেশি জমি বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ইসরাইলিদের সামরিক ও নিরাপত্তার অজুহাতে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয়ার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে।
শাবান আরো বলেন, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল অন্তত ছয় হাজার ৮৫২টি ডেকেয়ার এলাকায় আট হাজার ৮২৯টি ঔপনিবেশিক ইউনিট নির্মাণের উদ্দেশ্যে মোট ৫২টি কাঠামোগত পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে এক হাজার ৮৯৫টি ইউনিট অনুমোদিত হয়েছে।
বসতি স্থাপনকারীদের আক্রমণ সম্পর্কে তিনি বলেন, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বসতি স্থাপনকারীরা মোট এক হাজার ১৫৬টি হামলা চালিয়েছে। এতে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর