ইসরাইলি হামলায় গাজায় আরো ৮১ জন নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মার্চ ২০২৪, ২০:২৩
ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ চলমান এ হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরো ৮১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৯৩ জন।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী রাফাহ শহরের একটি বাড়িতে বোমা হামলা চালায়। এতে নয় শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
এদিকে বিশ্বব্যাপী নেতারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে করা জাতিসঙ্ঘের একটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। জাতিসঙ্ঘের প্রধান গুতেরেস বলেছেন, এটি অবশ্যই বাস্তবায়ন করা উচিত।
৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩২ হাজার ৪১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৭৪ হাজার ৭৮৭ জন আহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা