যুদ্ধবিরতি প্রস্তাব পাস সত্ত্বেও ইসরাইলি হামলা অব্যাহত
- ২৬ মার্চ ২০২৪, ১৩:৩১
গাজায় জাতিসঙ্ঘের যুদ্ধবিরতি প্রস্তাব পাস সত্ত্বেও মঙ্গলবার হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সামরিক বাহিনী। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ দাবিতে একটি প্রস্তাব পাস হওয়া সত্ত্বেও যুদ্ধে বন্ধের কোনো লক্ষণ নেই।
ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে সোমবার এই প্রস্তাব গৃহীত হয়।
মুসলমানদের পবিত্র রমজান মাসে এই প্রস্তাবে ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ দাবি জানানো হয়, যা একটি ‘স্থায়ী’ যুদ্ধবিরতির জন্য গুরুত্বপূর্ণ।
এই প্রস্তাবে গত অক্টোবর ইসরাইলে হামাস ও অন্যান্য যোদ্ধাদের হামলা চলাকালে তাদের হাতে পণবন্দী হওয়া ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়। যদিও যুদ্ধবিরতির সাথে এসব বন্দী মুক্তির সরাসরি কোনো সম্পর্ক নেই। ভোটের পর জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রস্তাবটি বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, এক্ষেত্রে ব্যর্থতা ক্ষমার অযোগ্য।
নিরাপত্তা পরিষদের অন্য ১৪ সদস্যদের হ্যাঁ ভোটে প্রস্তাবটি পাস হওয়ার পর ইসরাইল সেখানে যুক্তরাষ্ট্রের ভোট না দেয়ায় বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে এই প্রথম এমন প্রস্তাব পাস হলো।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের ব্যাপারে যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান কঠোর অবস্থান গ্রহণের পর ওয়াশিংটন নিরাপত্তা পরিষদে অনুপস্থিত থাকার বিষয়টিতে জোর দেয়।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা